এসি ছাড়া ঘর ঠাণ্ডা করার সহজ উপায়

গরমের মধ্যে ঠাণ্ডা জায়গায় আরাম করতে কার না মন চাই। আর নিজের ঘর যদি ঠাণ্ডা এবং আরামদায়ক হয় তাহলে তো আর কথাই নেই। ঘর ঠাণ্ডা রাখার জন্য এক কথায় আমরা বুঝি এসির বাতাস। গরমের সময় এসির ঠাণ্ডা বাতাস খেতে সবারই মন চাই। মন চাইলে তো আর হবে না এসি কিনার সাধ্য কয় জনের আছে।
সবার বাসায় তো আর এসি নাই। আজ আমরা এমন কিছু ট্রিকস সম্পর্কে জানবো যা আমাদের ঘরকে এসির মতো ঠাণ্ডা রাখতে সাহায্য করবে। যদি এসি ছাড়া ঘর ঠাণ্ডা করার সহজ উপায় সম্পর্কে জানতে চান তাহলে মনোযোগ সহকারে এই পোস্টটি পড়ুন। তাহলে চলুন জেনে নিন এসি ছাড়া ঘর ঠাণ্ডা করার সহজ উপায়।

রুম ঠাণ্ডা রাখার ১০ টি সহজ উপায়

অতিরিক্ত গরমে একটু স্বস্তির জন্য আমরা ফ্যান এবং এসি ব্যবহার করি। ফ্যান এবং এসি এ দুটি বিদ্যুৎ নির্ভরশীল। বর্তমানে আরও একটি সমস্যা দেখা দিয়েছে তা হলো লোডশেডিং। একদিকে গরম অন্যদিকে লোডশেডিং।
গরম এবং লোডশেডিং মিলে মানুষের জীবনকে একেবারে বিপর্যস্ত করে ফেলেছে। ফ্যান এবং এসির বাতাস খেতে খেতে আমাদের এমন এক অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে কিছুক্ষণ সময়ের জন্য যদি ফ্যান বা এসি বন্ধ করে রাখি তাহলে আমরা গরমে একেবারে অতিষ্ঠ হয়ে যায়। একটা সময় ছিল যখন মানুষ ফ্যান ব্যবহার করত।


পরবর্তীতে ফ্যানের বিপরীতে এসি বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। যে কোন জায়গায় গেলে কম বেশি এসি চোখে পড়ে। ধীরে ধীরে যেমন গরম তার রূপ পাল্টেছে ঠিক তেমনি মানুষ তার আরামের জন্য বিভিন্ন রকমের জিনিসপত্র আবিষ্কার করছে। এসি এবং ফ্যান ব্যবহারে অতিরিক্ত বিদ্যুৎ বিল গুনতে হয়।

এসি এবং ফ্যান ছাড়াও রুম ঠান্ডা করার জন্য বেশ কিছু পদ্ধতি আছে যে পদ্ধতি অবলম্বন করলে রুম এসি এবং ফ্যানের বাতাসের মতো ঠান্ডা থাকবে। রুম ঠান্ডা করার সহজ ১০ টি উপায় হলঃ 

  • দিনের বেলায় ঘরের জানালা বন্ধ করে রাখা এবং জানালাতে মোটা পর্দা ব্যবহার করা। মোটা পর্দা ব্যবহার করলে বাহিরের গরম তাপমাত্রা সহজে ভিতরে আসতে পারেনা এবং রুম ঠান্ডা থাকে।
  • জানালায় মোটা কাপড় ভিজিয়ে টাঙিয়ে দিতে হবে তাহলে ধীরে ধীরে কাপড় শুকানোর সময় কাপড়ের ভেজা পানিগুলো পুরো রুমের মধ্যে ছড়িয়ে পড়বে। এতে করে ঘর অনেক ঠান্ডা থাকবে। এসি ছাড়া ঘর ঠাণ্ডা করার সহজ উপায় এর মধ্যে এটি একটি পদ্ধতি। 
  • সম্ভব হলে জানালা বাহিরে মোটা কোন পর্দা টাঙিয়ে দিন এতে করে বাহিরে আলো বাতাস সহজে ঘরে প্রবেশ করতে পারবে না।
  • ঘরের মেঝে ভালোমতো মুছে দিন। ঘরের মেঝে ভিজে থাকলে রুম ঠান্ডা থাকবে।
  • ঘরের এক কোনায় বরফের টুকরো রেখে দিন এবং ফ্যান ছাড়ুন। বরফ যখন ধীরে ধীরে গলতে শুরু করবে তখন বরফ থেকে বের হওয়া জলীয় বাষ্প পুরো রুমের মধ্যে ঘুরপাক খাবে। তখন রুম ঠান্ডা হতে শুরু করবে। এটি এসি ছাড়া ঘর ঠাণ্ডা করার সহজ উপায়। 
  • বাহিরে যখন ঠান্ডা বাতাস বইবে তখন জানালা এবং দরজা খুলে দিন। রুমের ভিতরে থাকা গরম বাতাস গুলো বেরিয়ে যাবে। এতে করে রুম ঠান্ডা থাকবে।
  • বাসার চারিপাশে গাছ লাগান। গাছ যত বেশি থাকবে আশেপাশের পরিবেশ তত বেশি ঠান্ডা থাকবে।
  • রুমের সামনে যদি বেলকুনি থাকে তাহলে বেলকনিতে ছোট ছোট গাছ রাখুন। বেলকনির সামনে রাখা গাছগুলোর জন্য হলেও রুমে কিছুটা গরম কমবে।
  • যদি বেলকুনি না থাকে তাহলে ওই রুমের মধ্যে গাছ রাখুন। এতে করে অক্সিজেনের ঘাটতি পূরণ হবে এবং রুম কিছুটা ঠান্ডা থাকবে। 
  • রুমের মধ্যে কম লাইট ব্যবহার করুন। লাইট যত বেশি ব্যবহার করবেন রুম তত বেশি এবং দ্রুত গরম হয়ে যাবে।
  • ঘরের দরজা এবং জানালা সব সময় বন্ধ রাখার চেষ্টা করুন। যখন বাহিরে বেশি তাপমাত্রা বিরাজ করবে সে সময়ে জানালা এবং দরজা লাগিয়ে দিন।
এসি ছাড়া ঘর ঠাণ্ডা করার সহজ উপায় হল উপরের এই ১০টি পদ্ধতি অবলম্বন করা। আপনি যদি এই ১০টি উপায় অবলম্বন করতে পারেন তাহলে আপনার ঘরটি অনেক ঠাণ্ডা এবং গরমের দিনে বেশ আরামদায়ক হবে।

এসি ছাড়া ঘর ঠাণ্ডা করার সহজ উপায়

আমাদের সারা দিনের ক্লান্তি দূর করার জন্য বিশ্রামের প্রয়োজন হয়। এখন যে পরিমান গরম পরছে তাতে আরাম মত বিশ্রাম নেয়াটাও কষ্টকর। আগে যেখানে ফ্যানের নিচে গেলে শরীর ঠাণ্ডা হয়ে যেত এখন সে ফ্যানের বাতাসে আর শরীর ঠাণ্ডা হয় না।
গরম তার ধরন পাল্টাছে। ফ্যানের পরিবর্তে এখন এসির প্রয়োজন হচ্ছে। বর্তমানে এসির দাম ও অনেক। যা সবার কেনার সাধ্যের মধ্যে থাকে না। কিন্তু অনেকে জানেন না এসি ছাড়া ঘর ঠাণ্ডা করার সহজ উপায়। এসি ছাড়া ঘরকে যেভাবে ঠাণ্ডা রাখবেন।

সকালে ঘরের পর্দা টেনে দিনঃ সকালে তাপমাত্রা কম থাকার জন্য গরম কম থাকে। সকালে গরম কম থাকা অবস্থায় মোটা ভারি পর্দা টেনে দিন। তাহলে ঘর ঠাণ্ডা থাকবে।


মোটা পর্দা ব্যবহার করুনঃ ঘরের জানালায় পাতলা পর্দা বা কাপড়ের পরিবর্তে মোটা কাপড় ব্যবহার করতে হবে।

ঘর অন্ধকার করে রাখুনঃ ঘরে যত আলো বাতাস চলাচল করবে ঘর তত বেশি গরম হবে। সে জন্য ঘরে খুব বেশি আলো বাতাস যেন প্রবেশ না করে সে দিকে খেয়াল রাখতে হবে। আবার এটাও খেয়াল রাখতে হবে অতিরিক্ত অন্ধকার থাকার জন্য ঘর যেন গন্ধ না হয়। ঘরে বেশি আলো ব্যবহার করলে ঘর তাড়াতাড়ি গরম হয়ে যায়। সে জন্য ঘরে আলো ব্যবহার করার দিকে লক্ষ্য রাখতে হবে।

রাতে জানালা খুলে দেয়াঃ দিনের চাইতে রাতে তাপমাত্রা তুলানামূলক কম থাকার কারনে রাতে তাপমাত্রা ঠাণ্ডা থাকে। সে জন্য রাতে জানালা সব খুলে দিতে হবে। এতে করে রুমের ভিতরে থাকা গ্যাস, দূরঘন্ধ, গরম সব বের হয়ে যাবে। এবং রাতের ঠাণ্ডা হাওয়া রুমে প্রবেশ করলে রুম অনেক ঠাণ্ডা থাকবে।


প্রতিদিন ঘর মুছুনঃ প্রতিদিন নিয়ম করে ভাল মতো ভিজিয়ে ঘর মুছুন। ঘর যেন ভিজা ভিজা হয় এই ভাবে মুছতে হবে। ভিজা ভিজা করে ঘর মুছলে ঘরের তাপমাত্রা আদ্র থাকবে। এবং ঘর ঠাণ্ডা থাকবে। এসি ছাড়া ঘর ঠাণ্ডা করার সহজ উপায় নিয়মিত ভেজা ভেজা করে ঘর মুছা। তাহলে ঘর অনেক ঠাণ্ডা থাকবে। 

ঘরে বরফ রাখুনঃ এসি ছাড়া ঘর ঠাণ্ডা করার সহজ উপায় হল ঘরে বরফ রাখা। ঘর ঠাণ্ডা রাখার সবচাইতে কার্যকারী পদ্ধতি হল ঘরে বরফ রাখা। ঘরে বরফ রেখে ফ্যান ছেড়ে দিতে হবে তাহলে ঘর এসির মতো ঠাণ্ডা হবে। আবার ফ্যানের পাখার উপর বরফ বেঁধে রাখলেও ঘর ঠাণ্ডা হবে।

টেবিল ফ্যানের পিছনে বরফ রাখাঃ টেবিল ফ্যানের পিছনে বরফ রাখলে ফ্যানের বাতাসের সাথে বরফের ঠাণ্ডা পানি পুরা ঘর ছড়িয়ে পরবে। এতে ঘর ঠাণ্ডা থাকবে।

বেলকুনিতে গাছ রাখাঃ বেলুকুনিতে ছোট বড় গাছ রাখতে হবে। এতে বিশুদ্ধ বাতাস পাওয়ার সাথে সাথে ঘর কিছুটা ঠাণ্ডা রাখতে সাহায্য করবে। বেলকুনিতে গাছ রাখলে বাসার পরিবেশ ও সুন্দর হয়। আমাদের সকলের উচিত বেশ বেশি গাছ লাগানো। বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ঠাণ্ডা থাকবে।


ঘরে হালকা রঙ করাঃ রঙ যত গাড় হয় আলো তত বেশি শোষিত হয়। আর রঙ যত বেশি হালকা হবে আলো তত বেশি প্রতিফলিত হয়। ঘরে যত বেশি আলো শোষিত হবে ঘর তত বেশি গরম হবে। আর হালকা রঙ ব্যবহার করলে আলো প্রতিফলিত হয়ে চলে যায়। যার জন্য ঘর তাপমাত্রা ধরে রাখতে পারে না। এতে ঘর কিছুটা ঠাণ্ডা থাকে।

কাপড় ভিজিয়ে জানালা ঢেকে দিনঃ গরমের সময় জানালার ভিতরে এবং বাহিরে মোটা কাপড় ভিজিয়ে ঝুলিয়ে দিন। এতে করে বাহিরের গরম তাপ ভিতরে প্রবেশ করতে পারবে না। কাপড়ের ভিজে ভাবটা বাতাসের মাধ্যমে পুরা রুমে ছড়িয়ে পরবে। এতে রুম অনেক ঠাণ্ডা থাকবে।

বাসার আশেপাশে গাছপালা লাগানোঃ গরমের হাত থাকে বাঁচার এবং এসি ছাড়া ঘর ঠাণ্ডা করার সহজ উপায় হল বেশি বেশি করে গাছ লাগানো। বাসার আশেপাশে বেশি বেশি ফলজ এবং উপকারি গাছ লাগাতে হবে। এতে করে আমাদের পুষ্টি চাহিদা ও মিটবে, বেশি বেশি অক্সিজেন পাব, ঠাণ্ডা বাতাস পাব, বাসার আশেপাশে পরিবেশ ও ঠাণ্ডা থাকবে। কাজেই আমাদের বাসাকে ঠাণ্ডা রাখতে হলে আশেপাশে শীতল, ফলজ, এবং সৌন্দর্য বর্ধনকারী গাছ লাগাতে হবে।

টিনের ঘর ঠাণ্ডা রাখার উপায়

আমাদের দেশে এখনো অনেক জায়গায় টিনের ঘরবাড়ি রয়েছে। টিনের বাসা বাড়িতে যেমন বৃষ্টির দিনে সৌন্দর্য উপভোগ করা যায় তেমনি গরমের দিনে প্রচন্ড গরম লাগে আবার শীতের দিনে প্রচন্ড শীত লাগে। অর্থাৎ শীত গরম কোন সময় শান্তি মতো আরাম পাওয়া যায় না।
দিনের তাপমাত্রা এবং রোদের কারণে টিনের বাড়িগুলো অতি তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে ওঠে। গরমের দিনে টিনের ঘরে যদি এসির মতো ঠাণ্ডা পেতে চান তাহলে গরমের সময় কিছু পদ্ধতি অবলম্বন করলে টিনের বাড়ি ঠান্ডা রাখতে পারবেন। এসি ছাড়া ঘর ঠাণ্ডা করার সহজ উপায় সম্পর্কে জানলে আপনার টিনের বাসা ও ঠাণ্ডা করতে পারবেন।


টিনের চালের ওপর খর এবং অন্যান্য লতা পাতা ব্যবহারঃ যারা টিনের বাড়িতে বসবাস করেন তারা গরমের সময় টিনের চালের উপর খর, নারকেলের পাতা, খেজুর পাতা, তাল পাতা, গোলপাতা, ছনের পাতা ইত্যাদি পাতাগুলো আটি বেঁধে পুরো চালকে সুন্দর মত ঢেকে দিতে হবে। এতে করে টিনের চাল কম উত্তপ্ত হবে। আবার প্রয়োজনে এইসব খর বা লতাপাতার উপরে পানি দিয়ে দিতে পারেন। এতে করে টিনের চাল অনেক বেশি ঠান্ডা হবে।

রঙিন টিন ব্যবহার করাঃ রঙিন টিন অনেকটা সূর্যের তাপ এবং গরম সহ্য করতে পারে এবং ঘরকে ঠান্ডা রাখে। সে জন্য ঘর তৈরির সময় রঙিন টিন ব্যবহার করা ভাল।
ফম ব্যবহার করাঃ বাজারে এক ধরনের ফম পাওয়া যায় যে ফর্ম গুলো টিনের নিচে ব্যবহার করা হয়। এ ফমগুলো অত্যাধিক তাপ শোষণ করতে পারে। এ ফম ব্যবহার টিনের তাপ ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না।


পর্যাপ্ত জানালা এবং দরজা রাখাঃ টিনের বাড়িগুলো অল্পতে উত্তপ্ত হয়ে যায় আর সেজন্য উত্তপ্ত হওয়া গরম হাওয়াকে বের করে দেওয়ার জন্য রুমের মধ্যে পর্যাপ্ত পরিমাণে দরজা এবং জানালা রাখতে হবে। এতে করে গরম তাপমাত্রাগুলো সহজে জানালা এবং দরজা দিয়ে বেরিয়ে যেতে পারে।

খর এবং লতা পাতার বেড়াঃ খড় এবং লতা পাতা দিয়ে বেড়া তৈরি করে সেই বেড়া টিনের ঘরের চারপাশে টিনের উপরে দিয়ে বেঁধে দিতে হবে। এতে করে টিন কম উত্তপ্ত হবে।

ঘরের ওপরে গাছ লাগানোঃ ঘরের ওপরে মেহগনি, আম, বট, কড়ই, করমজা ইত্যাদি গাছ লাগাতে হবে। এসব গাছ ঘরের চারপাশে থাকলে ঘর অনেক ঠান্ডা থাকে।

টিনের ঘরের ফ্যান রাখাঃ যদি ফ্যান থাকে তাহলে সেই ফ্যানকে এমন জায়গায় বসাতে হবে যাতে করে ঠান্ডা বাতাস পুরো ঘর ছড়িয়ে দিতে পারে। যদি টেবিল ফ্যান থাকে তাহলে টেবিল ফ্যানের পিছনে বরফ রাখতে হবে বা কাপড় ভিজিয়ে দিতে হবে। আর যদি সিলিং ফ্যান থাকে তাহলে সম্ভব হলে সিলিং ফ্যানে ওপরে পাখাতে ছোট ছোট বরফের টুকরা দিতে হবে এবং ফ্যানকে ছেড়ে দিতে হবে। তাহলে ঘর ঠান্ডা থাকবে।


পর্দা ব্যবহার করাঃ টিনের ঘরের জানালা এবং দরজাতে মোটা এবং ভারী পর্দা ব্যবহার করতে হবে এতে করে বাহিরের গরম বাতাস সহজে প্রবেশ করতে পারবে না। এবং রুম ঠান্ডা থাকবে।

মেঝে ভিজিয়ে দেওয়াঃ টিনের ঘরের মেঝে যদি পাকা হয় তাহলে মেঝে পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে। প্রয়োজনে পাটের বস্তা ভিজিয়ে মেঝের উপর বিছিয়ে দিতে হবে। এতে করে মেঝে কম উত্তপ্ত হবে এবং রুম ঠান্ডা থাকবে।

দিনের বেলায় লাইট ব্যবহার না করাঃ জ্বলন্ত লাইট থেকে আলো এবং তাপ উৎপন্ন হয়। সেজন্য দিনের বেলায় ঘরের লাইট সব বন্ধ রাখতে হবে।

ঘরের চারপাশে পানি দিয়ে ভিজিয়ে দেওয়াঃ ঘরের আশেপাশের জায়গা গুলোকে পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে। এতে চারপাশের পরিবেশ ঠান্ডা থাকবে এবং রুম ঠান্ডা থাকবে।


টিনের ঘরকে স্বর্গীয় করে তুলতে এসি ছাড়া ঘর ঠাণ্ডা করার সহজ উপায় গুলো অবলম্বন করুন।

ছাদ ঠাণ্ডা রাখার উপায়

শহরে সব বাড়ি এখন বিল্ডিংয়ের। এই বিল্ডিং এর বাড়িগুলো দেখতে অনেক সুন্দর লাগে। কিন্তু গরমের সময় এই বিল্ডিং এর ছাদগুলো এবং টপফ্লোর গরম হয়ে থাকে। যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলির তারা চাইলেও এসি ব্যবহার করতে পারে না।
সেজন্য ছাদ এবং টপফ্লোর ঠান্ডা রাখার জন্য বিকল্প ব্যবস্থা খুঁজে থাকেন। সেজন্য তারা ছাদ ঠান্ডা রাখার উপায় সম্পর্কে জানতে চান। এসি ছাড়া ঘর ঠাণ্ডা করার সহজ উপায় এবং ছাদ ঠান্ডা রাখার জন্য বেশ কয়েকটি পদ্ধতি আছে এই পদ্ধতি গুলো অবলম্বন করলে ছাদ এবং টপফ্লোর দুটিই ঠান্ডা থাকবে।

ছাদে গাছ লাগানোঃ ছাদকে ঠান্ডা রাখার জন্য সবচাইতে সহজ পদ্ধতি হলো ছাদে বাগান করা। ছাদের চারিপাশে, মাঝখানে সবদিকে ছোট বড় ফলজ এবং ফুলের গাছ লাগাতে হবে। এতে করে একদিকে ফলও পাওয়া যাবে অপরদিকে ছাদ ঠান্ডা থাকবে। গাছ যখন বড় হবে তখন গাছের ছায়ায় পুরো ছাদ ঢেকে যাবে।


ছাদে রঙের ব্যবহারঃ ছাদের উপরে এমন কিছু রং ব্যবহার করতে হবে যে রঙগুলো পাতলা কিন্তু আলো প্রতিফলিত করে। যে সকল রং সূর্যের আলো প্রতিফলিত করতে পারে সেই সকল রং ব্যবহার করলে সূর্যের আলোকে প্রতিফলিত করে। এতে করে তাপমাত্রা ছাদ ভেদ করে ভেতরে প্রবেশ করতে পারে না।

ছাদের উপর ছাউনি তৈরিঃ ছাদ ঠান্ডা রাখার জন্য ছাদের ওপরে ছাউনি দিতে পারেন। ছাউনি দেওয়ার ফলে সূর্যের তাপ সরাসরি ছাউনির উপর পরে। এতে করে ছাদ গরম হওয়া থেকে রক্ষা পায়।

লেখকের মন্তব্য

এসি ছাড়া ঘর ঠাণ্ডা করার সহজ উপায় সম্পর্কে পড়ে যদি আপনার কাছে ভাল লাগে বা একটু হলেও আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই পোস্টটি আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আপনার শেয়ার করা এই পোস্টটির মাধ্যমে আপনার বন্ধুরাও জানতে পারবে এবং উপকৃত হবে। তাই আর দেরি না করে সবার সাথে পোস্টটি শেয়ার করুন।

এসি ছাড়া ঘর ঠাণ্ডা করার সহজ উপায় সম্পর্কে পড়ে আপনাদের যদি কোন মতামত থাকে বা কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url