গরমের ক্যাপশন, স্ট্যাটাস, জোকস, কবিতা এবং গান

প্রচন্ড গরম তাপদাহ এর মধ্যে আমরা অনেকেই গরমকে নিয়ে অনেক রকম মজার মজার ক্যাপশন, স্ট্যাটাস, জোকস, কবিতা এবং গান ইত্যাদি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। আপনারা যারা গরমের ক্যাপশন, স্ট্যাটাস, জোকস, কবিতা এবং গান খুঁজছেন এই পোস্টটির মাধ্যমে সেসব গরমের ক্যাপশন, স্ট্যাটাস, জোকস, কবিতা এবং গান তুলে ধরা হলো।
আপনি চাইলে আপনার পছন্দমত গরমের ক্যাপশন, স্ট্যাটাস, জোকস, কবিতা এবং গান খুঁজে নিতে পারেন। তাহলে আর সময় নষ্ট না করে আপনি এখনই আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম এর জন্য গরমের ক্যাপশন, স্ট্যাটাস, জোকস, কবিতা এবং গান খুঁজে নিন।

গরমের ক্যাপশন, স্ট্যাটাস ও জোকস


১.  দিন দিন যে হারে গরম পড়ছে,
    তাতে মনে হচ্ছে আম, কাঁঠাল পাকার আগে আমি নিজেই পেকে যাবো।


২.  ওহে গরম তুই আসলেই একটা বেশরম
    শরীরের কাপড় খুলে নিতে একটু করিস না তুই শরম।


৩.  এত পরিমাণ গরম পড়ছে মা** পড়ার আগে
    ঘাম পড়ে যাচ্ছে।


৪.  গরমে পুড়বে সাধারণ মানুষ
    আর আমার রূপের আগুনে পুড়বে বেডা মানুষ।


৫.  গোলাপ দিয়ে প্রপোজ না করে সাহস থাকলে এসি দিয়ে প্রপোজ করেন
    শুধু মেয়ের না, মেয়ের পুরো ফ্যামিলি রাজি হয়ে যাবে।


৬.  এত মেকআপ করে কি হবে
    এই গরমে ঘেমে তো এমনি পড়ে যাবে।


৭.  ঘাম থেকে শুরু হয়ে যাচ্ছে ঘামাচি
    এই গরমে বাঁচার উপায় হারিয়ে ফেলেছি।


৮.  এই গরমে চিকনা মেয়েদের বাহিরে বের হওয়া নিষেধ
    না জানিয়ে কখন তারা বাষ্পীভূত হয়ে উড়ে চলে যায়।


৯.  আগে যেখানে সেখানে হিসু করতাম
    এখন হিসু তো দূরের কথা ওইটা বের করতেও ভয় লাগে
    যদি শুটকি মাছের মত শুকিয়ে যায়।


১০.  এই গরমে শরীরটা অনেক নরম হয়ে গেছে
     আর এই নরম শরীরের উপর কারেন্ট যে অত্যাচার শুরু করেছে কি আর বলবো।


১১.  এসির লোভে বিয়ে করলাম
     এসি তো দূরের কথা, একটা পাখাও কপালে জুটলো না।


১২.  হিসু করতে গেলেও ভয় লাগছে
     না জানি হিসু সাথে হাগু ও বের হয়ে যায়।


১৩.  মানুষ আর উটের মধ্যে পার্থক্য একটাই
      উট থাকে দুবাই, সৌদি, কাতারে
      আর আমরা মানুষ থাকি বাংলাদেশে।


১৪.  পারফিউম আজ তুমি মহাধন্য
      গরমের জন্য আজ তোমার এত মূল্য


১৫.  খাইতে গেছিলাম ভাত
      বাকিটা ইতিহাস
      খাওয়া শেষ হওয়ার আগেই ভাত হয়ে গেছে চাল।


১৬.  বাংলাদেশে এত এত ফাউন্ডেশন
      কিন্তু আজ পর্যন্ত কোথাও কোন জায়গায় এসির ফাউন্ডেশন দেখলাম না।


১৭.  গরমে যে হারে ফ্যান ঘুরতেছে
     ওইভাবে আমার মাথা ও ঘুরছে। 


১৮.  পায়খানা প্রস্রাবের পর যতটা আরাম পাওয়া যায়
      পানি ঢালতে গেলেই আরামটা হারাম হয়ে যায়।


১৯.  যে গরম পড়ছে, তাতে প্রপোজ করতে গেলেও ভয় লাগে
      যদি ও আমার আসল রূপটা দেখে ফেলে।


২০.  বসেছিলাম কবিতা লিখতে
     ওমা, তাকিয়ে দেখি গরমে কলমের কালিই গেছে শুকিয়ে।


২১.  শীতকালে যারা গোসল করেননি
      এই গরমের তারা তাদের বকেয়া গোসলটা করে নিন। 


২২.  সিনেমার নায়করা যেমন হাজারটা গুলি খেলেও মরে না
      তেমনি কয়েকটা ফ্যান চললেও আমার শরীর ঠান্ডা হয় না।


গরমের মজার গান


১.      আমি হয়তো দুদিন পরেই মরবো
        ওরে আগে মরলে কি ক্ষতি,
        এই গরমে একটা এসি দিলে
        শশুর আব্বা আপনার কি এমন ক্ষতি।
        আমার ঘরের ও রমণী
        যেন একটা আগ্নেয়গিরি
        খালি ফ্যানে তো আর কাজ হয় না রে
        আমি পারিনা আর পারিনা।
        আমি কেন মরিনা
        শশুর আব্বায় কি বাড়ি চেনেনা
        একটা এসি কেন পাঠায় না
        আমি পারিনা আর পারিনা।
        ওরে এই গরমে
        আমি মনে হয় আর বাঁচবো না
        আমি পারিনা আর পারিনা



      গরম গরম দাদা এমন গরম
        এই গরমে বেঁচে থাকা মহা চরম।
        গরম গরম দাদা এমন গরম
        এই গরমের নাইতো দাদা লজ্জা শরম।
        গরম লাগে দাদা খাইতে গেলে
        গরম লাগে দাদা শুইতে গেলে
        গরমের তাপে শরীর জ্বলে
        এই গরমের বাঁচার উপায় খুঁজে না পাই। 

গরমের কবিতা


১.     তৃষ্ণার্ত গ্রীষ্মে, কবিতাগুলো হারিয়ে ফেলেছে তার সুর
       উষ্ণ বাতাস এসে জানিয়ে গেল
       বর্ষা এখনো আছে বহুদূর।


২.     কষ্টের নাই শেষ
       এটাই আমাদের ডিজিটাল বাংলাদেশ
       ভালো নেই আমার মনটা
       I Love You ঠান্ডা।


৩.      শুষ্ক বালি, শুষ্ক বাতাস, উত্তপ্ত রোদ
        তপ্ত বিকেলে, কারো জন্য অপেক্ষা করা
        একটানা বিরক্তিবোধ।


৪.      ঠান্ডায় বেশ ভালই ছিলাম
        গরম আসলো আর সবকিছু জ্বলতে লাগলো
        ঠান্ডায় লাগে কাঁপুনি
        গরমে লাগে ঝাকুনি।


৫.     গরমের বিকেলে, শুষ্ক বাতাসে
        গোধূলি বেলার লাল রঙে
        সূর্য এসে চোখ রাঙিয়ে বলে গেল
        থাক, আমি আবার ও আসছি  কাল সকালে।

শেষ কথা

আজকের এই পোস্টে আমরা গরম নিয়ে নতুন কিছু গরমের ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা এবং গান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এরকম আরো নতুন নতুন মজার গরমের ক্যাপশন, স্ট্যাটাস, জোকস, কবিতা এবং গান শুনতে আমাদের সাথেই থাকুন।

যেখানেই থাকুন ভালো থাকুন। সর্তকতার সাথে বাইরে চলাচল করুন। বেশি বেশি পানি পান করুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না। নিজের সুস্থ থাকুন এবং অপরকে সুস্থ রাখার চেষ্টা করুন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url