টাক মাথায় নতুন চুল গজানোর অতি সহজ উপায়
টাক মাথায় নতুন চুল গজানোর অতি সহজ উপায় সম্পর্কে জানার জন্য আমরা অনেক ডাক্তার বা মানুষের পরামর্শ নিয়ে থাকি। ২০-৩০ বছর বয়সে যাদের মাথার চুল পড়ে গেছে একমাত্র তারাই চুলের মর্মটা বুঝতে পারে। লজ্জায় না কোথাও বের হতে পারে, আবার না কোথাও যেতে পারে। অনেকের তো বিয়ে পর্যন্ত আটকে থাকে।
এ এক অন্যরকম পরিস্থিতির শিকার হয়। চুল পড়ার সমস্যায় কম বেশি সবাই ভোগেন। কেউ একটু বেশি কেউ বা একটু কম। চুল পড়ে যাদের মাথা পাতলা হয়ে গেছে তারা মাথার চুল টিকিয়ে রাখার জন্য কত চেষ্টাই না করে। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে টাক মাথায় নতুন চুল গজানোর অতি সহজ উপায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক...।
অনেকের মাথা একেবারে টাক হয়ে গিয়েছে। কত কিছু ব্যবহার করছেন কিন্তু কাজ হচ্ছে না। আজ আমরা আলোচনা করব টাক মাথায় নতুন চুল গজানোর অতি সহজ উপায় সম্পর্কে। স্বাভাবিক নিয়মে চুল পড়ার পাশাপাশি যদি আবার পুনরায় চুল না গজায় তখন আমাদের মাথায় ধীরে ধীরে টাক পড়ে যায়। যা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।
এটা পুরোটাই নিজের উপর নির্ভর করে আপনি কি খাচ্ছেন, মাথায় চুলের যত্ন কিভাবে নিচ্ছেন কিনা ইত্যাদি। যত্ন নিতে পারলে সব কিছুই সুন্দর হয়। আমরা যদি ঠিকমত চুলের যত্ন নেই তাহলে আমাদের চুল ও সুন্দর হবে। যেভাবে চুলের যত্ন নিলে টাক পড়া থাকে মুক্তি পাবেন। চলুন জেনে নেওয়া যাক!!!
নিম পাতার ব্যবহার
আমাদের শরীরের নানাবিধি সমস্যা সমাধানে নিমপাতা ব্যবহার করে থাকি। শরীরের পাশাপাশি চুলের জন্য নিমপাতা অনেক কার্যকরি। নিমপাতা ভালোমতো বেটে নিয়ে তা পুরো মাথায় লাগাতে হবে। এতে করে চুলের গোড়ার শক্ত এবং মজবুত হবে পাশাপাশি নতুন চুল গজাতে সাহায্য করে। মাথার খুশকি সহ অন্যান্য ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকলে তা ধুয়ে চলে যায়। সপ্তাহে ২-৩ দিন এভাবে ব্যবহার করতে হবে।
পেঁয়াজের বাটা বা পেঁয়াজের রস
চুল গজানোর ক্ষেত্রে পেঁয়াজ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পেঁয়াজের গোড়ার রসে এক ধরনের এসিড এবং ভিটামিন থাকে যা আমাদের চুলের গোড়া থেকে নতুন চুল গজাতে সহায়তা করে। কয়েকটি পেঁয়াজ কেটে নিয়ে এগুলো ভালোমতো বেটে নিতে হবে।
আর পড়ুনঃ মাথার চুল পড়ার কারন ও এর প্রতিকার
এরপর সামান্য পানি দিয়ে মিশিয়ে সেটি টাক পড়া জায়গা সহ মাথায় লাগাতে হবে। ৩০ মিনিট পর মাথা হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। সপ্তাহে ২-৩ দিন এভাবে ব্যবহার করতে হবে এতে চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে।
অ্যালভেরা
চুল পরা বন্ধে এবং চুল গজাতে অ্যালভেরা সবচেয়ে বেশি কার্যকরী। অ্যালোভেরা পাতার ভিতরে নরম পিচ্ছিল স্তরকে বাটিতে নিয়ে ভালো মতো পাতলা করে নিতে হবে। তারপর সেটি মাথায় ভালোমতো
মেসেজ করে দিতে হবে। আবার অ্যালোভেরার সাথে হালকা নারিকেল তেল মিশিয়ে মাথায় লাগাতে
হবে। মাথায় লাগানোর ৩০ মিনিট পর মাথা ধুয়ে নিতে হবে। অ্যালভেরা তেল ব্যবহার করলেও চুল পড়া বন্ধ এবং নতুন চুল গজায়।
মেথি
চুলের যত্নে এবং চুল গজাতে মেথি ভূমিকা পালন করে। একটি বাটিতে সামান্য পরিমাণে মেথি নিতে হবে এবং সেটি সারারাত পানিতে ভিজিয়ে রেখে সকালে সেটা ভালোমতো ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা মেথির সাথে হালকা একটু মধুর সাথে মিশিয়ে সেটি টাক পড়া জায়গা সহ মাথার চুলে দিতে হবে। শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত মাথায় রেখে দিতে হবে। এরপর শ্যাম্পু ধুয়ে ফেলতে হবে।
কালোজিরা এবং মেথি
কালোজিরা এবং মেথি প্রথমে ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে। এরপর এটি গুঁড়া করে নারিকেল তেলের সাথে মিশিয়ে নিয়ে তেলের এই মিশ্রণটিকে ফুটাতে হবে। ফুটানোর পড়ে এটি মাথায় দিতে হবে। চাইলে এই মিশ্রণটিকে কাচের বোতলেও সংরক্ষণ করে রাখা যায়। সপ্তাহের ২-৩ দিন এই তেল ব্যবহার করতে হবে।
এছাড়াও বাজারে ভেষজ,অ্যালভেরা,নারিকেল,মেথি,কালোজিরা ইত্যাদি তেল পাওয়া যায় প্রয়োজনে এই তেল গুলো ব্যাবহার করা যেতে পারে। যাদের মাথা অত্যাধিক গরম হয়ে যায় তাদের মাথা ঠান্ডা রাখার জন্য বিশেষ কিছু তেল পাওয়া যায়। এই তেলগুলো নিয়ম মাফিক ব্যবহার করতে হবে এবং যতটুকু সম্ভব মাথাকে টেনশন মুক্তির রাখতে হবে যাতে করে মাথা সহজে উত্তেজিত এবং গরম হয়ে না যায়।
পাশাপাশি নিয়মিত সুষম খাদ্য অবশ্যই গ্রহণ করতে হবে কারণ সুষম খাদ্যের ঘাটতি হলে আমরা মাথায় যত যায় কিছু দেই না কোন কোন কাজ হবে না। সেজন্য নিয়মিত মাথায় উপরোক্ত ভেষজ ট্রিটমেন্ট করার পাশাপাশি অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে।
লেখকের মন্তব্য
আমাদের এই পোস্টটি পরে যদি আপনার কাছে ভাল লাগে বা একটু হলেও আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই পোস্টটি আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আপনার শেয়ার করা এই পোস্টটির মাধ্যমে আপনার বন্ধুরাও জানতে পারবে এবং উপকৃত হবে। তাই আর দেরি না করে সবার সাথে পোস্টটি শেয়ার করুন।
পোস্টটি পরে আপনাদের যদি কোন মতামত থাকে বা কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এই পোস্টটি অতি দ্রুত শেয়ার করুন। নিজে জানুন এবং অন্যকে জানতে সাহায্য করুন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url